প্রকাশিত: Fri, Dec 16, 2022 4:30 PM
আপডেট: Wed, May 14, 2025 4:54 PM

সাপ্তাহিক ছুটির দিন এলেই অন্য দিনের তুলনায় মাছ-মাংসসহ সবজির দাম বাড়ে

শাহীন খন্দকার: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এলেই রাজধানীর বাজারগুলোতে মাছ, মাংস ও সবজির দাম বাড়ে। মোহাম্মদ কৃষি বাজার ও আদাবর বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।  কৃষি বাজারের সবজি ব্যবসায়ী সেলিম মিঞা বলেন, সকল পেশার মানুষ ছুটির দিনেই বাজার করার সময় পান। 

শুক্রবার এলেই হুমরি খেয়ে সবাই বাজারে কেনাকাটা করেন। ফলে পণ্যেরও ঘাটতি দেখা দেয়। ফলে ব্যবসায়িরা দাম বাড়িয়ে দেয়। প্রায় প্রতিটি পণ্যেরই দাম বেড়ে যায় কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

শুক্রবার কৃষি বাজার আদাবর বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বিক্রেতারাও স্বীকার করেছেন, সপ্তাহ ব্যবধানে দামের এদিক সেদিক হয়ে থাকে। মাংসের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০ টাকা থেকে ৭০০ টাকা। গরুর কলিজাও বিক্রি হচ্ছে একই দামে। তবে, খাসি মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজি দরেই বিক্রি হলেও , কলিজাও গুর্দ্দা বিক্রি হচ্ছে খাসির মাংসের দামে।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০-১৭০ টাকা, তবে অন্যান্য দিনে ১৪৫-১৫০ টাকা করে বিক্রি হয়। এছাড়াও লাল কক মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজি দরে। আর পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকা কেজি, যা অন্যান্য দিনে বিক্রি হয় ২৭০ টাকা কেজি দরে। অন্যান্য পণ্যের পাশাপাশি মাছের বাজারের অবস্থা একই। বড় চিংড়ি মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫০ টাকা, বোয়াল ৬০০ টাকা, শিং মাছ ৪০০ টাকা, রুই মাছ ২৮০ টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি কৈ মাছ ২০০-২৫০ টাকা।

শীতের ভরা মৌসুমে সবজির দাম  যেনো কমতেই চাইছে না। শসা অন্যান্য দিন বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকা, শুক্রবারের বাজারে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। এছাড়াও কাঁচামরিচ ৫০ টাকা, মুলা ২০ টাকা, লাল টমেটো ৯০ থেকে ১২০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা কেজিপ্রতি বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা বলছেন, শীতের সিজনেও সবজির বাজারে সবকিছুর দাম বেশি, অথচ এই সময়ে অনেক কম থাকার কথা। তাদের অভিযোগ, বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, যেকারণে ব্যবসায়ীরা ইচ্ছামতো পণ্যের দাম বাড়াচ্ছে। সম্পাদনা: এল আর বাদল